দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। (মঙ্গলবার) ১২ আগস্ট দুপুরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বামী ও বোন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস জানান, দুপুর ১টার দিকে সোমা আক্তারকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিক ভাবে ধারনা করা যায়, হাসপাতালে নিয়ে আসার প্রায় দু আড়াই ঘন্টা আগে সে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সুনামগঞ্জের দিরাই উপজেলা লৌলারচর গ্রামের আমির আলীর মেয়ে সোমা আক্তারের সাথে দেড় বছর আগে পৌর সদরের চণ্ডিপুর গ্রামের আব্দুর সামাদের ছেলে কয়েছ মিয়ার সঙ্গে বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে স্বামী কয়েছ মিয়াসহ তার পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় সোমাকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোমা আক্তারের স্বজনেরা হাসপাতালে আসার পূর্বেই স্বামী কয়েছ মিয়াসহ তার পরিবারের লোকজন গা- ঢাকা দেয়।
গেছে ওই দম্পত্তির ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী কয়েস মিয়া এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, নিহতের বোন সাবিনা আক্তার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসে। দিরাই থানার এস আই সোহেল সিকদার বলেন, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এঘটনায় মহিলার স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে, তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আলামতে বুঝা যায় মহিলাটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।