দিরাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল
- আপডেট সময় : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকারের পতনের গনঅভ্যুত্থানের এক বছর ফুর্তি উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির-সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।
(মঙ্গলবার) ৫ আগস্ট দুপুর ১২ ঘটিকার সময় দিরাই বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরুকরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রসিদ চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
মঈন উদ্দিন চৌধুরী মাসুক,পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম,দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া,উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া,দিরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রসিদ চৌধুরী,দিরাই পৌর
যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল তালুকদার,দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন তালুকদার,দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী,
বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকার বার বার জনগণের মৌলিক অধিকার হরণ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছিল।
বক্তারা ৫ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর,শ্রমিক,কৃষক,রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি,সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের স্মরণ করব আজীবন।
বক্তারা আরোবলেন,ষড়যন্ত্র করে নাসির উদ্দিন চৌধুরীর সমর্থকদের দাবিয়ে রাখা যাবে না।আগামী দিন যত আন্দোলন সংগ্রাম হবে আমরা নাসির উদ্দিন চৌধুরী নেতৃত্বে গণ মানুষদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করব। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যারা এই দিরাইয়ে বিএনপির প্রর্থী আছেন সবাই বলেছেন নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করলে আর কেহ নির্বাচন করে লাভ হবে না।আমরা বলতে চাই নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করলে যদি নিশ্চিত বিজয় অর্জন করেন, আজকের এই বিজয় মিছিল থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই এই দিরাই – শাল্লার মানুষ নাসির উদ্দিন চৌধুরীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি (দিরাই -শাল্লা) সুনামগঞ্জ -২ আসনে দলীয় মনোনয়ন নাসির উদ্দিন চৌধুরীকে দেওয়া হয় তাহলে এই আসনে বিএনপির নিশ্চিত বিজয় হবে।
মিছিল ও পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















