দিনে ব্যবসা রাতে চুরি,চাঞ্চল্যকর এক চুরির ঘটনা ঘটেছে রাউজানে

- আপডেট সময় : ১০:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের রাউজান উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়ন ও ২নং ডাবুয়া ইউনিয়নের, চুরি হওয়া,ধান মোড়ানোর মেশিন,পানির মেশিন কম্প্রেসার,একটি ছোট মোটর, টিউবলসহ, চুর চক্রের সদস্যের কাছ থেকে কৌশলে উদ্ধার করেছেন,২ নং ডাবুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ও হলদিয়া যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, সহ দুই ইউনিয়নের সাধারণ জনগণ,আটককৃত চুর সদস্যদের মধ্যে, হলদিয়ার তীতা গাজীর বাড়ীর মোহাম্মদ সফি পুত্র (১) জামাল উদ্দীন,৪২,একেই ইউনিয়নের গর্জেনিয়ার বাগান বাড়ীর, শাহালমের পুত্র (২) মোহাম্মদ কামাল উদ্দীন ৩৫,ডাবুয়া ইউনিয়নের মাজ্জে সিকদার বাড়ীর, মৃত আব্দুল সালামের পুত্র,(৩)মোহাম্মদ বদিউল আলম,২৭,এদের মধ্যে পালাতক রয়েছে, ডাবুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুহায়ে বডুয়ার পুত্র (৪) মওলা মাস্টার বডুয়া, রাঙ্গুনিয়ার (৫)মোহাম্মদ জীবন,
এ সময় উত্তেজিত জনতাকে সান্তনা দেন ১ নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ও ২ নং ডাবুয়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসীমউদ্দীন ,হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু ভুট্টাচার্য, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন , হাসান মুরাদ রাজু,তসলিম উদ্দীন,এদিকে চুরি হওয়া
ধান মোডানোর মিশিন ফিরে পেয়ে,আবেগে আপ্লুত হয়ে পড়েন নাওগা জেলার, আব্দুল কাদের,এ সময় চুরি হওয়া পাম মেশিন ফিরে পেয়ে ডাবুয়া ইউনিয়নের কান্দির পাড়ার কৃষক মোঃ নুরুল হুদা, তিনি কান্নায় পড়েন,চোর চক্রের ৩ সদস্যকে হলদিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে একে একে আসতে থাকেন ভুক্তভোগী পরিবার, এই চুরদের যেন কঠিন বিচার করা হয়, এ সময় হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন কোন চোর চক্রের সদস্যকে চার দেওয়া হবে না,তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে, পরে রাউজান থানা পুলিশের কাছে চুর চক্রের ৩ সদস্যকে হস্তান্তর করা হয় ।