দালালের হাতে ঝিনাইদহের বিআরটিএ কমকর্তা লাঞ্ছিত

- আপডেট সময় : ০২:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের (বি,আর,টি,এ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বি,আর,টি,এ ঝিনাইদহ সার্কেল অফিসে দালালের হাতে লাঞ্ছিত হলেন ইন্সপেক্টর মো: তারেক হাসান।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালীন সময়ে অলিয়ার রহমান ও মো:বছির মিয়া নামের দুইজন ব্যক্তি কিছু কাগজপত্র নিয়ে এসে অনৈতিক ভাবে সেগুলোর কার্যসিদ্ধি করতে চান, তখন বি,আর, টি এ এর কর্মকর্তা ইন্সপেক্টর মো: তারেক হাসান অনৈতিক কাজ করতে না রাজি হলে অলিয়ার রহমান ও মো:বসির মিয়া অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মারমুখী আচরণ করে ধাক্কাধাক্কি করে।
এ বিষয়ে ঝিনাইদহের বি,আর,টি,এর ইন্সপেক্টর মো: তারেক হাসান সাংবাদিকদের জানান, আজ দুপুরের পরে দুইজন কথিত দালাল অলিয়ার রহমান ও বছির মিয়া আমার রুমের সামনে এসে আমাদের স্টাফদের সাথে জোরাজোরি করে,তারা টাকার বিনিময়ে কিছু কাগজপত্র সাথে করে নিয়ে এসে সেগুলো অবৈধ ভাবে কার্যসিদ্ধি করতে চায়,আমার রুমের সামনে চিল্লাচিল্লি করায় আমি তাদেরকে বলি আপনারা অফিসের বাইরে যেয়ে এগুলো করেন,এটা বলার পরে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এ