দামুড়হুদার বিষ্ণুপুরে ২ লিটার বাংলা মদসহ যুবদল নেতা সোহাগ আটক
- আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :-দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ লিটার বাংলা মদসহ ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ রানা (৪২) নামের একজনকে আটক করা হয়েছে।আজ রবিবার সকাল ৯টার দিকে বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ হাবিব ওরফে মধু ডাক্তারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায়। এসময় সোহাগকে দক্ষিণ পাড়ার তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে দুই লিটার বাংলা মদ উদ্ধার হয়। এ ঘটনায় সোহাগের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সোহাগ দীর্ঘদিন ধরে বাংলা মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে হাতেনাতে আটক করেছি।আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


























