মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলার কাঠালিয়ার আধ্যাত্মিক সাধক বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী,প্রতিষ্ঠাতা চিশতিয়া দরবার শরীফ ,আজ দরবার শরীফে মাসিক আলোচনা সভায় বলেন,মানব দানব হয়ে বেঁচে থেকে লাভ কি? এর চেয়ে মরা অনেক ভালো। খুঁজলে কোথাও মানব চরিত্র পাওয়া যায় না। জানতাম দানবের আদি-ঠিকানা জঙ্গলে এখন দেখি মানব নামের দানবের ঠিকানা সারা বিশ্বে এই মানব দানবের জন্য বিশ্বে সকল অশান্তি বিশ্বে মাঝে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এই দানবের জন্য আল্লাহ দাবানল ফিট করে রেখেছেন যা পাপি তাপি দানবের জন্য যথেষ্ট।
তাই কবি হিসেবে অনুরোধ করি দেশ জাতি সরকার বিশ্ব যা কিছু করেন বুঝে শুনে করেন।স্রষ্টাকে ভয়ের মত ভয় করেন বিশ্ব শান্তি ময় হবে না হয় দেখতে পাবেন 25 সাল হতে বিশ্বে কি পরিস্থিতি দাঁড়ায় কোথার পানি কোথায় গিয়ে গড়ায় বিশ্বে যা কিছু হয় মানবের অন্যায়ের পাপের জন্যই হয় মানবতা ফিরে আনেন বাচেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.