দাগনভূঞায় গৃহবধু ফারহানা আক্তারের মাথায় লোহার পাত দিয়ে আগাত করে গুরুতর আহত করে

- আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এক গৃহবধূকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম সবুজের স্ত্রী বিলকিস আক্তার মুন্নির ৬ বছরের ছোট মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। একই মাদ্রাসায় একই ক্লাসে পড়ে প্রতিবেশী মঞ্জুরা বেগমের মেয়েও। সম্প্রতি ওই মাদ্রাসায় খাতা ছেঁড়া নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরেই গত ১৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে মঞ্জুরা বেগম ও তার মেয়ে ফারহানা আক্তার মুন্নির বাড়ির সামনে গিয়ে চিৎকার–চেঁচামেচি শুরু করে।
এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মঞ্জুরা বেগম হাতে থাকা লোহার পাত দিয়ে মুন্নির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দাগনভূঞা সরকারি হাসপাতালে ভর্তি করে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় তিনটি সেলাই দেন ও ব্যান্ডেজ করেন। পাশাপাশি মারধরের ফলে তার চোখে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকেরা বিশেষজ্ঞ চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেন।
এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন এবং মঞ্জুরা বেগমের স্বামী আমির হোসেনকে বোঝাতে চান। তবে তিনি বিষয়টি আমলে নেননি। বরং তিনি ভুক্তভোগী পরিবারকে হুমকি–ধমকি দেন। অভিযোগ রয়েছে, আমির হোসেন ফেনী ডিসি অফিসে পিয়ন পদে চাকরি করেন এবং সেই পরিচয়কে ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দাগনভূঞা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।