নিজস্ব সংবাদদাতা:-
রাজশাহী তানোর থানা যুবলীগের সেক্রেটারি জুবায়ের ইসলামকে দর্শনা চেকপোস্টে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক জুবায়ের রাজশাহী জেলার সাদিপুর এলাকার মৃত আবু বাককারের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল। এসময় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। পরে তা দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, রাজশাহীর তানোর থানায় জুবায়ের ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলা আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার জন্য প্রক্রিয়া কার্যক্রম করছি। তারপর রাজশাহী তানোর থানা পুলিশ এসে আসামি জুবায়ের ইসলামকে নিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.