মাসুদুল ইসলাম মাসুদ:- ফটিকছড়ির অন্যতম প্রাচীনতম শিক্ষা নিকেতন উত্তর ধর্মপুর হাইস্কুলের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এডভোকেট মোস্তফা করিম কে আগামী ৬ মাসের জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অপেক্ষাকৃত এই তরুণ একই এলাকার প্রবীণ মুরুব্বি ও ফটিকছড়ি বিএনপির সক্রিয় রাজনীতিবিদ মরহুম নুরুল আলম কন্ট্রাক্টরের ২য় সন্তান। এলাকার ভদ্র, মার্জিত ও শিক্ষিত এই যুবক এই দায়িত্ব পাওয়াই স্থানীয় জনগণ সন্তুষ্ট। তারা আশা করেন তার দক্ষ পরিচালনায় স্কুল লেখাপড়ার মানোন্নয়ন হবে। পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল হবে। এই নিয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি বলেন, এই বিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন। আমাদের মুরুব্বিরা এই বিদ্যালয় আমাদের দিয়ে গেছেন। এই গুলো রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। সভাপতি হিসেবে নয়, এলাকার একজন সন্তান হিসেবে আমি সবার কাছে সহযোগিতা কামনা করি। আমার একার পক্ষে সব সম্ভব নয় তাই আশা করি স্কুলের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী সকলে মিলে আমরা এই বিদ্যালয়কে একটি আধুনিক শিক্ষা সমুন্নত বিদ্যালয় হিসেবে গড়ে তুলার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি বর্তমানে এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিটর চট্টগ্রাম জজকোর্ট ও চট্টগ্রাম সিটিকরর্পোরেশনের টেক্স আপিল রিভিউ বোডের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.