থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রণ পেলেন নোবিপ্রবি অধ্যাপিকা

- আপডেট সময় : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি:দুর্যোগ ঝুঁকি হ্রাস ও টেকসই উন্নয়নে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে আগামী ২৪-২৬ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফোর্থ ইন্টারন্যাশনাল ডিজাস্টার রেজিলেন্স এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (ডিআরএসডি ২০২৫)”। এতে বৈজ্ঞানিক কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন।
এশিয়ার বিখ্যাত ও স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (AIT) এর আয়োজনে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিম্পোজিয়াম। মূলত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদী ঝুঁকি কমানো ও টেকসই উন্নয়নের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে এটি।
এতে এশিয়া প্যাসিফিক ও এর বাইরের অঞ্চলের শতাধিক তরুণ গবেষক, বিশেষজ্ঞ, নীতিনির্ধারকসহ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। তারা জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি, অবকাঠামো এবং ক্রমবর্ধমান নৃতাত্ত্বিক চাপের কারণে ক্রমবর্ধমান দুর্যোগ ঝুঁকির চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকর সমাধান নিয়ে কাজ করবে।
এই বিষয়ে ড. আফসানা পারভীন বলেন, “বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কনফারেন্সে আমন্ত্রণ পাওয়া নি:সন্দেহে আনন্দের খবর। সেখানে তাদের সাইন্টিফিক কমিটির সদস্য হিসাবে আমন্ত্রণ পাওয়া আমার জন্য সৌভাগ্যের । এক্ষেত্রে আমার পরিশ্রম, দৃঢ়তা, পরিবেশ এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সহায় হয়েছে বলে মনে করছি। এটি একটি বড় সুযোগ নিজেকে এবং নোবিপ্রবিকে বিশ্ব-দরবারে নিয়ে যাবার। আমি প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি কখনো একা বা কখনো ছাত্র-ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে। ওরাই আমার অনুপ্রেরণা।”