ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” ‘ভোটারদের আশ্বাস আমাকে প্রতিনিয়তই উজ্জীবিত করছে” নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী- এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল
- আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

জি.এম জনি, নীলফামারী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সরগরম পুরো জেলা। দীর্ঘ দেড় যুগ পর আসন্ন নির্বাচনে এ আসনটিতে বিএনপি’র মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে লড়ছেন আলহাজ্ব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। নিয়মিতই ভোটারদের সাথে মতবিনিয়, নির্বাচনী পথসভা আর গণসংযোগের মধ্য দিয়েই বেশ নিরলস সময় পার করছেন তিনি।
নির্বাচনী বৈঠক শেষে একান্ত সাক্ষাৎকারে, নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, “নীলফামারী-২ আসনকে নিয়ে আমার বেশ কিছু উন্নয়নমুলক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নীলফামারীকে শিক্ষার নগরীসহ জনগণের প্রাপ্ত সুচিকিৎসা সেবাকে নিশ্চিত করার প্রয়াস অন্যতম। জনগণের ম্যান্ডেট নিয়েই এ আসন থেকে তাঁদের পাশে থাকতে চাই”।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “বেকারত্ব দুরী করণে আমরা বদ্ধপরিকর। জনগন তাঁদের প্রয়োজনে নির্বাচিত সাংসদ এঁর বাড়ীতে আসতে হবে না, প্রয়োজনে নির্বাচিত সাংসদই যাবে জনগণের দোরগোড়ায়। আমরা এ নিয়ম থেকে বেড়িয়ে আসতে চাই। সাধারণ ভোরটারদের সতুষ্ফুর্ত আশ্বাস আমাকে প্রতিনিয়তই উজ্জীবিত করছে”।
বৃহত্তর রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা নীলফামারী। এ জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম বিবেচনায় নীলফামারী-২ । আসন্ন নির্বাচনে বিজয়ী হতে নিজেদের অবস্থান শক্ত করার প্রয়াস চালাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য ও চুড়ান্ত মনোনীত প্রার্থীরাও।


















