ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৌফিকুর রহমানের প্রতিবেদন “সাদাকে সাদা কালোকে–“ সাতক্ষীরায় যুব পানি কমিটির সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজাপুরে বিএনপি র দুই গ্রুপের পৃথক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বিদ্যুৎ সচল রেখে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচী সাতক্ষীরাতে পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাইনা“মুফতি সৈয়দ রেজাউল করিম অ্যাডভোকেট আরিফুল ইসলাম ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত রূপগঞ্জে অপহরণের ৭ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে উদ্ধার, এক অপহরণকারী গ্রেপ্তার কুতুবদিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

তৌফিকুর রহমানের প্রতিবেদন “সাদাকে সাদা কালোকে–“

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

সাদাকে সাদা,কালোকে–
——তৌফিকুর রহমান তাহের
“”উৎসর্গ আমার বাবাকে”

স্পষ্টতা বলার জন্য আমার সঠিক কিনা জানিনা তবে আমি প্রতিনিয়ত বলছি,ফলে বাড়ছে শত্রু কমছে মানুষের সাথে,সম্পর্ক আন্তরিককতা। মানুষ সত্য বলতে ভয় পায়।গা বাঁচিয়ে চলাটা এক রকম স্বভাব হয়ে পড়েছে প্রায়শ মানুষের কিন্তু কেন? এর উত্তর জানা নেই আমার কাছে!!??? অন্যায়ের প্রতিবাদ করা তো দূরে কথা,বরংচয় অন্যায়কারীকে প্রতিবাদ করতে গিয়ে সমর্থনকরে বসে।কাউকে প্রতিবাদ করতে দেখলে বা সত্য বলতে দেখলে তাকেও বাঁধা দেয়। কিন্তু এমন তো হওয়ার কথা না!! সমস্যা কোথায়?এর বিস্তর আলোচনা করলে হয়তো লিখে শেষকরা যাবেনা।
সত্য বলতে সাহস লাগে। কারণ সত্য বলার পর আপনার সাথে কি ঘটবে কেউ বলতে পারবে না।কিন্তু এটি বুঝে সত্যি বললে, হয়তো কোন প্রভাবশালী মহল আপনার ক্ষতিকরে হেনেস্হা করতে পারে ? আরে ইজ্জতের মালিক তো আল্লাহ একমাত্র আল্লাহতায়ালা জানেন ভবিষ্যতে আপনার কিহবে? এমনকি আপনি বেঁচে থাকবেন কিনা তারও ভরসা নেই। মানুষের কাছে নিজের জীবনের চেয়ে আর কি মূল্যবান হতে পারে! তাই সত্য বলতে,অন্যায়ের প্রতিবাদ করতেই এত ভয়। তাইনা?আপনি সত্য,স্পষ্টতা বলতে না পারলে আমরা নীরব থাকি,অন্তত:অন্যায়কে যেন সমর্থন নাকরি।এটাও পারছিনা।প্রতিনিয়ত করছি গীবত!!?

কিন্তু জানেন তো যারা অন্যায়ের প্রতিবাদ করে,সত্য বলে,ইতিহাস তাদেরই মনে রাখে। ভক্তি ভরে সম্মান করে,শ্রদ্ধাকরে আপনি বই পড়েন ইতিহাস জানেন,কি আশ্চর্য মানুষ আমরা!!??? লোকেরা শ্রদ্ধা করে। আপনি অন্যায় করলেও কিছু মানুষ আপনাকে সাপোর্ট করবে। কিন্তু কি জানেন,জীবনের কোন না কোন সময় যখন নিজের ভুল বুঝতে পারবে তখন আফসোস করবো আমরা,তখন হয়তো আর সময় থাকবেনা।সত্য স্পষ্ট বললে একদা স্বীকার করতে বাধ্য হবে যে আপনিই ঠিক কাজ করেছেন। আজ আপনার সাথে কেউ নেই,তাই বলে কি কাল থাকবে না??? মনেরাখবেন আপনার সাথে সত্যেরসাথে আল্লাহ থাকেন।আজ আপনিএকাই সাহস করে দাঁড়ালেন,কাল কেউ দাঁড়াবে না? আজ আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন, কাল আপনার দেখে কেউ করবে না? তাই সাদাকে সাদা কালকে কাল বলতে শিখি।
আমি আমার পেশাদারি দায়িত্ব থেকে একচুল পরিমানও নড়াচড়া করার চেষ্টা যাতেকরে নাকরি।আল্লাহতায়ালা যেন আমাকে ধৈর্যধারন করার ক্ষমতা

একবার শুধু আলোর পথে এসে দেখুন। সত্য জেনে দেখুন। জানিয়ে দেখুন। শান্তি এখানেই। সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন তা যদি আপনি কার্যকর করতে না পারেন তাহলে ব্যার্থ আপনিই। আপনি সত্য না বললে অন্য কেউ বলবে। তাতে ভীতু,কাপুরুষ হিসেবে পরিচিত সে হবে না,আপনিই হবেন।
আপনি সত্য প্রতিষ্ঠিত না করতে পারলে আপনার জায়গায় অন্য কেউ আসবে। তাই আসুন,সাদাকে সাদা,কালোকে কালো বলতে শিখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

তৌফিকুর রহমানের প্রতিবেদন “সাদাকে সাদা কালোকে–“

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাদাকে সাদা,কালোকে–
——তৌফিকুর রহমান তাহের
“”উৎসর্গ আমার বাবাকে”

স্পষ্টতা বলার জন্য আমার সঠিক কিনা জানিনা তবে আমি প্রতিনিয়ত বলছি,ফলে বাড়ছে শত্রু কমছে মানুষের সাথে,সম্পর্ক আন্তরিককতা। মানুষ সত্য বলতে ভয় পায়।গা বাঁচিয়ে চলাটা এক রকম স্বভাব হয়ে পড়েছে প্রায়শ মানুষের কিন্তু কেন? এর উত্তর জানা নেই আমার কাছে!!??? অন্যায়ের প্রতিবাদ করা তো দূরে কথা,বরংচয় অন্যায়কারীকে প্রতিবাদ করতে গিয়ে সমর্থনকরে বসে।কাউকে প্রতিবাদ করতে দেখলে বা সত্য বলতে দেখলে তাকেও বাঁধা দেয়। কিন্তু এমন তো হওয়ার কথা না!! সমস্যা কোথায়?এর বিস্তর আলোচনা করলে হয়তো লিখে শেষকরা যাবেনা।
সত্য বলতে সাহস লাগে। কারণ সত্য বলার পর আপনার সাথে কি ঘটবে কেউ বলতে পারবে না।কিন্তু এটি বুঝে সত্যি বললে, হয়তো কোন প্রভাবশালী মহল আপনার ক্ষতিকরে হেনেস্হা করতে পারে ? আরে ইজ্জতের মালিক তো আল্লাহ একমাত্র আল্লাহতায়ালা জানেন ভবিষ্যতে আপনার কিহবে? এমনকি আপনি বেঁচে থাকবেন কিনা তারও ভরসা নেই। মানুষের কাছে নিজের জীবনের চেয়ে আর কি মূল্যবান হতে পারে! তাই সত্য বলতে,অন্যায়ের প্রতিবাদ করতেই এত ভয়। তাইনা?আপনি সত্য,স্পষ্টতা বলতে না পারলে আমরা নীরব থাকি,অন্তত:অন্যায়কে যেন সমর্থন নাকরি।এটাও পারছিনা।প্রতিনিয়ত করছি গীবত!!?

কিন্তু জানেন তো যারা অন্যায়ের প্রতিবাদ করে,সত্য বলে,ইতিহাস তাদেরই মনে রাখে। ভক্তি ভরে সম্মান করে,শ্রদ্ধাকরে আপনি বই পড়েন ইতিহাস জানেন,কি আশ্চর্য মানুষ আমরা!!??? লোকেরা শ্রদ্ধা করে। আপনি অন্যায় করলেও কিছু মানুষ আপনাকে সাপোর্ট করবে। কিন্তু কি জানেন,জীবনের কোন না কোন সময় যখন নিজের ভুল বুঝতে পারবে তখন আফসোস করবো আমরা,তখন হয়তো আর সময় থাকবেনা।সত্য স্পষ্ট বললে একদা স্বীকার করতে বাধ্য হবে যে আপনিই ঠিক কাজ করেছেন। আজ আপনার সাথে কেউ নেই,তাই বলে কি কাল থাকবে না??? মনেরাখবেন আপনার সাথে সত্যেরসাথে আল্লাহ থাকেন।আজ আপনিএকাই সাহস করে দাঁড়ালেন,কাল কেউ দাঁড়াবে না? আজ আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন, কাল আপনার দেখে কেউ করবে না? তাই সাদাকে সাদা কালকে কাল বলতে শিখি।
আমি আমার পেশাদারি দায়িত্ব থেকে একচুল পরিমানও নড়াচড়া করার চেষ্টা যাতেকরে নাকরি।আল্লাহতায়ালা যেন আমাকে ধৈর্যধারন করার ক্ষমতা

একবার শুধু আলোর পথে এসে দেখুন। সত্য জেনে দেখুন। জানিয়ে দেখুন। শান্তি এখানেই। সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন তা যদি আপনি কার্যকর করতে না পারেন তাহলে ব্যার্থ আপনিই। আপনি সত্য না বললে অন্য কেউ বলবে। তাতে ভীতু,কাপুরুষ হিসেবে পরিচিত সে হবে না,আপনিই হবেন।
আপনি সত্য প্রতিষ্ঠিত না করতে পারলে আপনার জায়গায় অন্য কেউ আসবে। তাই আসুন,সাদাকে সাদা,কালোকে কালো বলতে শিখি।