স্টাফ রিপোর্টার:-
তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুলও। প্রতিদিনই যেন রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়ছে।
এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের তীব্র গরমে জনজীবন নাজেহাল। তাদের এই কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে ছাতা,ক্যাপ,হাত পাখা বিতরণ করেছে তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন(TSCF)
(১ মে) বুধবার দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করে TSCF।
ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষক,ভ্যানচালক এবং পথযাত্রীদের ছাতা,ক্যাপ,হাতপাখা দিয়ে তাদেরকে তীব্র তাপপ্রবাহের রোদ থেকে বাচাতে সাহায্য করবে।
ছাতা,ক্যাপ,হাতপাখা পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে এগুলো বিতরণ করা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। রোদ থেকে রক্ষা পাবো এবং শান্তিতে কাজ করতে পারবো।
কয়েকজন কৃষক বলেন,মাঠে যে তাপ এতে কাজ করাই যেন অসম্ভব। ছাতা পাওয়াতে আমরা এখন শান্তিতে কাজ করতে পারবো
ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন (TSCF)এর পরিচালক জনাবা মাহমুদা সবুজ সব সময় চেষ্টা করে যাচ্ছে সবার থেকে ভিন্ন কিছু করার তারই ধারাবাহিকতায় তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন (TSCF) এর পরিচালক জনাবা মাহমুদা সবুজ এর নির্দেশে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন স্থানে হাত পাখা, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়।
উল্লেখ্য:TSCF প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্রদের স্বাবলম্বী করা ও যে কোন প্রাকৃতিক দুর্যোগে কাজ করা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.