তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা, বিপর্যস্ত জনজীবন

- আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সব কয়টি উপজেলা প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। প্রখর তাপে ও অস্বস্তিতে হাসফাঁস করছে সাধারণ মানুষ।
সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। শনিবার (২৭ এপ্রিল) সাতক্ষীরার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র পেটের তাগিদে শ্রমজীবী মানুষেরা ঘরের বাইরে যাচ্ছেন। নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের।
রৌদ্রের প্রখর তাপে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে পশু পাখি মারা যাচ্ছে। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানি শূন্যতা তৈরি হয়। বেড়ে যাই তাপমাত্রা। এই পরিস্থিতিতে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ্য যাদের হৃদরোগ ও উচ্চ রক্তচাপ আছে।
এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।