তীব্র গরমে জনসাধারণকে স্বস্তি দিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের উদ্যোগে পানির শরবত বিতরণ

- আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মাঝে পানি ও শরবত স্যালাইন বিতরণ করা হয়।
সোমরার (২৯ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের নবদ্বীপ পুল মিঞা বাড়ির সামনে থেকে এলাকার পথচারী, দিনমজুর, রিক্সা ও ভ্যানগাড়ীচালক, অটোচালক, পথচারী নারী সহ খেটে খাওয়া মানুষদের মাঝে পানি ও শরবত স্যালাইন বিতরণ করা হয়।
তীব্র গরমে ক্লান্ত খেটে খাওয়া, দিনমজুর, রিকশা ও অটোরিকশা, ভ্যানগাড়ী চালক,স্কুলের কোমল মতি শিক্ষার্থীরা ও পথচারী মানুষেরা পানি ও শরবত পেয়ে এ উদ্যোগের প্রসংশা করেছেন ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন,
তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আমার এই উদ্যোগ। এসময় তিনি পথচারী,রিকসা চালক সহ সাধারন মানুষকে সামনের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু ও রাশেদুল হাসান রঞ্জনের সহধর্মিণী কাকলী হাসান লাকি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।