তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে লাগাতার কর্মসূচি সফল করতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:
তিস্তার পানি বন্ঠনের ন্যায্য হিস্যা আদায়ে নদী তীরবর্তী অঞ্চলে দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী জেলা বিএনপি।
এরই অংশ হিসেবে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে শহরের স্কাই ভিউ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম ও সদর উপজেলা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, কর্মসূচি বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান নীলফামারী জেলা থেকে লক্ষাধিকের বেশি লোকের সমাগম হবে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এই পয়েন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবু গয়েশ্বর রায়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আ খ ম সরকার বলেন, তিস্তার পানি বন্ঠনে ন্যায্য হিস্যা আদায়ে দুই দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সফল করতে রংপুর
বিভাগের ৮ জেলাসহ দেশের অন্যান্য জেলার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে বলেও জানান তিনি।