তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার।
নীলফামারীর জলঢাকায় একটি ইউক্যালিপটাস বাগান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২মার্চ) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তারুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১মার্চ) মধ্য রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী এলাকার মৃত হাজী মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ ফয়জুল ইসলাম কেরুর (৭০) ইউক্যালিপটাস গাছের বাগানে অনুসন্ধান চালায় পুলিশ। একপর্যায়ে বাগানের ড্রেনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তারুল আলম জাগো নিউজকে বলেন, এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশের তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.