তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

- আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার(৩১ আগস্ট) বেলা ১২টায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় ১ ঘন্টা ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা ও কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহারের সুযোগ না রাখা।
আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান বলেন, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
মহাসড়ক অবরোধের বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাকির হোসেন জানান, সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। ওসি আরও জানান, শিক্ষার্থীদের দাবি দাওয়া যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।