তারেক রহমানের ৩১ দফা প্রচারে গোলাম আজম সৈকতের গণসংযোগ

- আপডেট সময় : ০৮:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
ঐক্যবদ্ধ বিএনপির পক্ষ থেকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জবাব গোলাম আজম সৈকতের নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়নের আমুয়া উত্তর পার বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট জনগণের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে মনোনয়ন প্রত্যাশী জবাব গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের এই ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির রূপরেখা। রাজাপুর-কাঠালিয়ার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই পরিবর্তন আসবেই।”
স্থানীয় নেতাকর্মীরাও জানান, ঐক্যবদ্ধ বিএনপি রাজপথে জনগণের সঙ্গে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।