মোঃ মুনাইম হোসেন,জীবননগর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল জীবননগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নারায়ণপুর মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন জীবননগর উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কনিষ্ঠ সদস্য তোফিকুজ জামান শ্রাবণ।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আফ্রিদি, উপজেলা ছাত্রদলের নেতা শাহেদ আল সাহাব আফ্রিদি, জীবননগর কলেজ শাখার সাব্বির হোসেন রিংকু, সয়েব আল ফাহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করা হচ্ছে, যা সহ্য করা হবে না। ছাত্রদল রাজপথে থেকে এর প্রতিবাদ করে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.