তারাব পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা পরিচালিত তারাবো পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো এক অনুপ্রেরণামূলক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয় স্কুল ব্যাগ ও খেলনা সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন শিক্ষায় মনোযোগী হতে।
এ সময় তিনি বলেন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ছাত্রজীবনেই পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতের সফলতার ভিত্তি। ছাত্রজীবন পেরিয়ে গেলে আর সেই সুযোগ ফিরে আসে না। তার এই মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করে নতুন অনুপ্রেরণা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ।
এই কার্যক্রম তারাব পৌরসভার শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে তারা সবসময় পাশে থাকবে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।