মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার:জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫- দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণার আলোকে আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২৫, রাজশাহী জেলাধীন তানোর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল পাঁচটার দিকে তানোর উপজেলার মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তানোর টু রাজশাহীর প্রধান সড়ক দিয়ে তানোর থানার মোড় হয়ে তানোর গোল্লা পাড়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে তানোর উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতের সক্রিয় অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতা কর্মী ৫- দফার দাবিতে দাড়িপাল্লা প্রতিক, পিআর পদ্ধতি সহ নানা শ্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে নেতা কর্মী গণ তানোর গোল্লা পাড়া ফুটবল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন। উক্ত সমাবেশে পুরো মাঠ নেতা কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ৫- দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবির নেতা আব্দুল মোমিন, জামায়াত নেতা আজাহার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আক্কাস আলী, যাদরুল ইসলাম সেকেন্দার প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা আলমগীর হোসেন- আমাীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তানোর উপজেলা শাখা। তিনি উপস্থিত সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয় করতে নানা দিক নির্দেশনা মূলক কথা বলেন। আলোচনা শেষে সভাপতি সুশৃঙ্খলভাবে আজকের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.