মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী:আজ ২৯ শে জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় রাজশাহী জেলাধীন তানোর উপজেলার মাধ্যমিক পর্যায়ের (স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি তানোর উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিয়াকত সালমান- উপজেলা নির্বাহী অফিসার, তানোর উপজেলা। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: সিদ্দিকুর রহমান- মাধ্যমিক শিক্ষা অফিসার, তানোর উপজেলা। অনুষ্ঠানে তানোর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।
আজকের এই শিক্ষার উন্নয়ন মুলক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, কিছু প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী নানা দিক নির্দেশনা মূলক কথা বলেন। আলোচনার শুরুর দিকে তানোর ইসলাহিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মোকসেদ আলী মাদ্রাসা পর্যায়ে উপ বৃত্তি চালু করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন।বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান গণ নিজেদের প্রয়োজনীয় অনেক কথা বলেন। প্রধান দের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান দিক নির্দেশনা মূলক নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তিনি এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। তিনি আশা অনুরূপ ফলাফল পান নাই বলে জানান। জানা যায় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কাঙ্ক্ষিত পর্যায়ে নাই। আরো জানা যায় যে তানোর উপজেলার মাধ্যমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠানও শতভাগ পাস করতে পারে নাই। আরো উল্লেখ্য যে "অমৃতপুর দাখিল মাদ্রাসা" তানোর, রাজশাহী এর এবারের দাখিল পাশের হার শুন্য। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উক্ত মাদ্রাসা সুপার কে সর্তকতা বার্তা প্রদান করেন। উপজেলা নির্বাচন অফিসার সকল প্রধান দের উদ্দেশ্যে শিক্ষার সার্বিক উন্নয়ন বৃদ্ধি করার জন্য নিদের্শনা প্রদান করেন এবং সাথে জোরালো ভাবে সর্তকতা করে দেন। উপজেলা নির্বাহী অফিসার সরকারের নির্দেশনা অনুযায়ী কোন অনিয়ম না করে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান চালানোর জন্য উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দের কে নির্দেশ প্রদান করেন। শিক্ষার উন্নয়নে এই আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার গুনগত মানোন্নয়নে নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আজকের এই মহতি মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্র- ছাত্রী দের উদ্দেশ্যে অত্যন্ত কার্যকরী শিক্ষনীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জনাব মো: এরশাদ আলী। উপস্থিত সকলের প্রয়োজনীয় মতবিনিময় শেষে তানোর উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়ন কামনা করে সভাপতি মহোদয় আলোচনা সুশৃঙ্খলভাবে শেষ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.