মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:আজ ২১ শে জুলাই ২০২৫, পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউটশনস স্কিম, এসইডিপি- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে দুপুর দুইটার সময় অনুষ্ঠিত হয় বিজয়ী শিক্ষার্থী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুরুতে পবিত্র কুরআন তেলায়ত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক নানা কথা বলেন জনাব মো: সিদ্দিকুর রহমান- মাধ্যমিক শিক্ষা অফিসার- তানোর উপজেলা। তিনি উপস্হিত পরিচালক মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন যে তানোর উপজেলা শিক্ষা অফিসে জনবলের ঘাটতি রয়েছে এবং তা নিরসনের জন্য অনুরোধ করেন। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ আসাদুজ্জামান- পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রশিদ- উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল। জনাব মো: আলমাস আলী - সহকারী পরিচালক- রাজশাহী অঞ্চল। আরো উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল ওয়াহাব- জেলা শিক্ষা অফিসার, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: লিয়াকত সালমান - উপজেলা নির্বাহী অফিসার, তানোর।
অনুষ্ঠানে সহকারী পরিচালক জনাব আলমাস আলী শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আসাদুজ্জামান শিক্ষার উন্নয়ন নিয়ে কার্যকরী অনেক দিক নির্দেশনা মূলক কথা বলেন। পরিচালক মহোদয় বলেন শিক্ষার কোন বিকল্প নাই। তিনি বলেন শিক্ষক দের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি আরো বলেন শিক্ষর্থী দের কে প্রযুক্তির বিষয়ে নতুন ও সঠিক তথ্য দিতে হবে এবং শিক্ষার্থী দের কে বিজ্ঞানী করে বাংলাদেশের জন্য গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরও তিনি আদর্শ ভাবে নিয়মিত পড়াশোনা করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো কথা বলেন জনাব মো: মিজানুর রহমান- প্রধান শিক্ষক ও সহ সভাপতি তানোর উপজেলা শিক্ষক সমিতি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান সমাপনীর বক্তব্যে সময় উপযোগী বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক নানা কথা বলার পরে বিজয়ী শিক্ষার্থী দের হাতে উপস্থিত সকল অতিথি দের সমন্বয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষর্থী এবং অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.