আনোয়ার হোসেন ডাবলু,তানোর উপজেলা প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোস্তাক (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুরে রাজশাহীর দুপচাঁচিয়া উপজেলার কাজিপুর-সরঞ্জাই সড়কের কাশিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক উপজেলার তানোর ইউনিয়নের খালিশাডাঙ্গা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে কাশিনাথপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। নিহতের ওই বিদ্যালয়ের শিক্ষক মিনহাজুল হক জানান, দুপচাঁচিয়া উপজেলার কাজিপুর-সরঞ্জাই সড়কের কাশিনাথপুর গ্রামে বিদ্যালয়ের পাশে একটি জামগাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তানোর খালিশাডাঙ্গা তদন্ত কেন্দ্রের (আইসি) বিষ্ণু পদ সরকার জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.