তানোরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী।
বাংলাদেশের অতি পুরোনো ঐতিহ্য বাহী ও অতি জনপ্রিয় এক খেলার নাম ফুটবল খেলা। তাই এই ফুটবল খেলা কে ধরতে রাখতে এবং যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখার লক্ষে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টেের আয়োজন করা হয়। খেলাটি তানোর পৌরসভার চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে শুরু হয়। উক্ত ফুটবল খেলায় তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আটটি দল অংশ করেন। অনেক মনোরম ও উৎসব মুখর পরিবেশ খেলা অনুষ্ঠিত হয়। পুরোনো এই খেলা অনেক দর্শক উপভোগ করেন। আটটি দলের খেলা শেষে ফাইনাল খেলায় দুটি দল তালন্দ উপর পাড়া একাদশ বনাম গোকুল একাদশের হাড্ডা হাড্ডি লড়াই শেষে এক শুন্য গোলের ব্যবধানে গোকুল একাদশ দল চাম্পিয়ন হন এবং বিজয় ট্রফি অর্জন করেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নানা দিক নির্দেশনা মূলক কথা উপস্থিত জামায়াত নেতারা। আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও রাজশাহীর তানোর- গোদাগাড়ী আসনের সাবেক এমপি এবং বর্তমান জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন ড. মো: ওবায়দুল্লাহ- সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন- রাজশাহী জেলা। উপস্থিত ছিলেন জনাব মাওলানা সিরাজুল ইসলাম – সভাপতি, ওলামা বিভাগ রাজশাহী জেলা। আরো উপস্থিত ছিলেন মাওলানা মোকসেদ আলী- সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী- তানোর পৌরসভা। উপস্থিত ছিলেন মো: জুয়েল রানা- সেক্টারি- তানোর পৌরসভা। বিজয়ীরা পুরস্কার হাতে পেয়ে অনেক উল্লাস করেন।