মোঃ মোকাররাম বিল্লাহ ইমনঃ
পরিবেশ ও জলবায়ু সচেতনতা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’। শুক্রবার ( ১আগস্ট ) সাতক্ষীরা পিটিআই মাঠে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এই আয়োজন করেন।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও উপকূল দল। আকর্ষণীয় খেলায় সবুজ দল ৩-১ গোলে জয়লাভ করে ট্রফি ঘরে তোলে।
টুর্নামেন্টের দুই দলের অধিনায়ক ছিলেন রিফাত হোসেন (সবুজ দল) ও সিফাত আহমেদ (উপকূল দল)।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী। সভাপতিত্ব করেন ভিবিডি সাতক্ষীরা জেলার সভাপতি ইব্রাহিম খলিল, এবং সঞ্চালনায় ছিলেন জেলার সাধারণ সম্পাদক অর্পণ বসু।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হোসেন আলী বলেন, “এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা। তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে খেলাধুলা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা চাই উপকূলের প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক।”
ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদের বাস্তবতা তুলে ধরতেই এই ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মধ্য দিয়েই তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় সচেতন করতে চায় সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.