ঢাকুরিয়া দাখিল মাদ্রাসায় নতুন সভাপতি জামায়াতের নেতা জলিল

- আপডেট সময় : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা মোঃ আব্দুল জলিল। রাজনৈতিকভাবে তিনি জামায়াতে ইসলামীর ঢাকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও সুপরিচিত।
তাঁর এই নির্বাচনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়ার ঢল। কারণ, এই মাদ্রাসার পরিচালনা কমিটির অতীত রেকর্ড খুব একটা প্রশংসনীয় নয়। আওয়ামী লীগ শাসনামলে এই মাদ্রাসার সভাপতির দায়িত্বে ছিলেন মোঃ সাইদুর রহমান সাইদ হোসেন, যার বিরুদ্ধে ১০ থেকে ১২ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, শিক্ষকের পদে নিয়োগ নিতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছিল, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়।
সেই অভিযোগপূর্ণ অতীত সামনে রেখে অনেকেই এখন উদ্বিগ্ন নতুন সভাপতি মাওলানা আব্দুল জলিল ও কি সেই পুরনো পথে হাঁটবেন নাকি জনগণের আস্থা ও ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষা করবেন?
একজন অভিজ্ঞ শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সাঈদ হোসেনের সময় কি হয়েছিল আমরা সবাই জানি নতুন সভাপতি যেন ন্যায়ের পথে থাকেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন আর কেউ খেলতে না পারে।
একজন অভিভাবক বলেন, আমরা চাই মাদ্রাসা হোক শিক্ষা হোক নৈতিকতার পবিত্র স্থান আবার যদি কোন সভাপতি নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের উপর ভয়ংকর প্রভাব পড়বে।
স্থানীয় জনগণের দাবি নতুন সভাপতি রাজনৈতিকভাবে জামায়াতের সঙ্গে যুক্ত হলেও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় তাকে হতে হবে সর্বাংশে নিরপেক্ষ স্বচ্ছ ও নৈতিকতায় অনড় তারা চান তিনি যেন অতীতের নয়তিবাচক নজির থেকে শিক্ষা নিয়ে মাদ্রাসাটিকে গড়েন এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেখানে কোন অসভচক্র আর্থিক লেনদেন বা প্রভাব প্রতিপত্তি কাজ করবে না
শুধু মাদ্রাসাই নয়, এলাকার মানুষ বলছেন—
আজ যারা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হচ্ছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ—আমরা আগের মতো আর নিয়োগ বাণিজ্য দেখতে চাই না। আওয়ামী লীগ আমলে যেমন অনিয়ম দেখা গেছে, নতুন সভাপতিরা যেন সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রাখেন।”
সব মিলিয়ে, ঢাকুরিয়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি মাওলানা আব্দুল জলিলের প্রতি জনগণের কড়া নজর রয়েছে। তাঁরা আশাবাদী, তিনি ধর্মীয় শিক্ষা ও জনআস্থার মূল্য বুঝে অতীতের সেই বিতর্কিত পথ থেকে দূরে থাকবেন।