এমদাদুল হক, মনিরামপুর, প্রতিনিধিঃ
ঢাকুরিয়া কলেজে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ বরণ অনুষ্ঠান। কলেজের এড হক কমিটির নবনিযুক্ত সভাপতি, মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং থানা জামায়াতের আমির জনাব ফজলুর রহমান প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজে আগমন করেন। তাঁর আগমনে কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু সহ শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া জামায়াতের আমির জনাব বোরহানউদ্দিন, ডা. হাবিবুর রহমান, মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, ঢাকুরিয়া বাজার কমিটির সেক্রেটারি আবিদুর রহমান টুকুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হয় অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডুর পিতা বাবু মনোরঞ্জন কুন্ডুকে, যিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও দানশীল ব্যক্তিত্ব। তিনি প্রায় তিন বিঘা জমি, যার বর্তমান বাজারমূল্য কোটি টাকারও বেশি, ঢাকুরিয়া কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন। তার এই মহান দানে ১৯৯৯ সালে কলেজটির যাত্রা শুরু হয়।
অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু বর্তমানে কলেজ পরিচালনায় নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। জানা গেছে, আনুমানিক দুই বছর আগে কলেজটি এমপিওভুক্ত হলেও তিনি এখনও নিয়মিত বেতন-ভাতা পান না। চাকরির বয়স আর মাত্র চার বছর থাকায় পেনশন পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত। তবুও তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন কলেজের উন্নয়নে।
অতিথিদের বক্তব্যে অধ্যক্ষের ত্যাগ ও জনাব ফজলুর রহমানের অভিজ্ঞ নেতৃত্বের প্রশংসা করা হয়। এলাকাবাসী আশা প্রকাশ করেন—এই দুই নেতার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকুরিয়া কলেজ সামনে এগিয়ে যাবে নতুন সম্ভাবনার পথে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.