ঢাকুরিয়া কলেজে ক্রিড়া সামগ্রী বিতরণ করলেন অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু

- আপডেট সময় : ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজে অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডুর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
একজন মানবিক, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্ব অনুধাবন করে এ মহতী উদ্যোগ গ্রহণ করেন।
ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, ঢাকুরিয়া কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। উপস্থিত সবাই অধ্যক্ষের এ মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ সুস্থ দেহেই গড়ে ওঠে সুন্দর মন। আমি চাই আমার শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে থাকুক।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু শুধু একজন শিক্ষাপ্রশাসক নন, বরং একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় প্রশংসিত। তার এই ধরনের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।