ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের গৌরনদীতে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ দিনের ছুটি যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মানিকগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানকে ক্রেস প্রদান সাতক্ষীরায় শহীদ আসিবের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করে শিবির উঁকি দিচ্ছে ধানের শীষ স্বপ্ন দেখছেন হরিপুরের আমন চাষীরা মানিকগঞ্জে অবৈধ দোকানে দখলদারিত্ব: জনদুর্ভোগ চরমে

ঢাকুরিয়ায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন: শিক্ষার নতুন দুয়ার উন্মোচনের প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার, মণিরামপুর:-

যশোরের মণিরামপুর উপজেলার প্রাণকেন্দ্র ঢাকুরিয়া বাজারে শিক্ষার আলো ছড়াতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করতে যাচ্ছে মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। ঢাকুরিয়া বাজারের দক্ষিণ প্রান্তে মণিরামপুর রোডসংলগ্ন মনোরম পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন শীঘ্রই সম্পন্ন হবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এম. এ. হাসান জানান, আধুনিক যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ইংরেজি ও কম্পিউটার শিক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গভীরভাবে অনুপ্রাণিত করার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস পরিচালনা করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য স্থির করা হয়েছে। এম. এ. হাসান বলেন, “এলাকার অনেক শিশু উচ্চমানের শিক্ষা থেকে বঞ্চিত। অভিভাবকরা চান, তাদের সন্তানরা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা পাক। সেই লক্ষ্য নিয়েই এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের স্কুলে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানবিক গুণাবলি, দেশপ্রেম, সহমর্মিতা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব থাকবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখিয়ে তাদের আগামীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার যোগ্য করে তোলাই আমাদের অঙ্গীকার।”

প্রতিষ্ঠানটির ক্যাম্পাস পরিকল্পনা প্রসঙ্গে জানা যায়, এখানে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি এবং প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থাও থাকবে।

এম. এ. হাসান বলেন, “আমরা চাই এই প্রতিষ্ঠানটি ঢাকুরিয়াসহ আশপাশের ইউনিয়নের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখুক। এখানকার ছেলে-মেয়েরা এগিয়ে যাক। আমরা তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা নৈতিকতায় দৃঢ়, বিদ্যায় পারদর্শী এবং আত্মবিশ্বাসে উদ্দীপ্ত হয়।”

স্থানীয় শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সমাজসেবীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে ঢাকুরিয়ার শিক্ষার মান এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পরিচালক এম. এ. হাসান আন্তরিকভাবে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলাই নয়—আমরা একটি প্রজন্মকে গড়তে চাই। সবার সহযোগিতা পেলে এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে আমাদের পাশে থাকুন।”

যোগাযোগ:
এম. এ. হাসান
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মোবাইল: ০১৯১৩-৮৮০১৬২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঢাকুরিয়ায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন: শিক্ষার নতুন দুয়ার উন্মোচনের প্রত্যাশা

আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার, মণিরামপুর:-

যশোরের মণিরামপুর উপজেলার প্রাণকেন্দ্র ঢাকুরিয়া বাজারে শিক্ষার আলো ছড়াতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করতে যাচ্ছে মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। ঢাকুরিয়া বাজারের দক্ষিণ প্রান্তে মণিরামপুর রোডসংলগ্ন মনোরম পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন শীঘ্রই সম্পন্ন হবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এম. এ. হাসান জানান, আধুনিক যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ইংরেজি ও কম্পিউটার শিক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গভীরভাবে অনুপ্রাণিত করার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস পরিচালনা করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য স্থির করা হয়েছে। এম. এ. হাসান বলেন, “এলাকার অনেক শিশু উচ্চমানের শিক্ষা থেকে বঞ্চিত। অভিভাবকরা চান, তাদের সন্তানরা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা পাক। সেই লক্ষ্য নিয়েই এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের স্কুলে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানবিক গুণাবলি, দেশপ্রেম, সহমর্মিতা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব থাকবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখিয়ে তাদের আগামীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার যোগ্য করে তোলাই আমাদের অঙ্গীকার।”

প্রতিষ্ঠানটির ক্যাম্পাস পরিকল্পনা প্রসঙ্গে জানা যায়, এখানে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি এবং প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থাও থাকবে।

এম. এ. হাসান বলেন, “আমরা চাই এই প্রতিষ্ঠানটি ঢাকুরিয়াসহ আশপাশের ইউনিয়নের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখুক। এখানকার ছেলে-মেয়েরা এগিয়ে যাক। আমরা তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা নৈতিকতায় দৃঢ়, বিদ্যায় পারদর্শী এবং আত্মবিশ্বাসে উদ্দীপ্ত হয়।”

স্থানীয় শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সমাজসেবীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে ঢাকুরিয়ার শিক্ষার মান এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পরিচালক এম. এ. হাসান আন্তরিকভাবে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলাই নয়—আমরা একটি প্রজন্মকে গড়তে চাই। সবার সহযোগিতা পেলে এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে আমাদের পাশে থাকুন।”

যোগাযোগ:
এম. এ. হাসান
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মোবাইল: ০১৯১৩-৮৮০১৬২