সাভারের আমিনবাজারে পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে হঠাৎ সেখানে আগুন ধরে যায়।
খবর পেয়ে সাভারের স্থানীয় ও আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে পাওয়ার গ্রিডে আকস্মিকভাবে আগুন লাগতে দেখে স্থানীয় লোকজন। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ শুরু করে। এই ঘটনায় সাভারের আশেপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে সাভার ফায়র সার্ভিসের ৩ টি, আমিনবাজার ট্যানারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৯ টি ইউনিট কয় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.