ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ ছাতকে নিরাপত্তাহীনতায় কানাডা প্রবাসীর স্ত্রী সুমি বেগম,থানায় জিডি রাস্তার বেহাল অবস্থা চরম দুর্ভোগে গ্রামবাসি বলুর মেলা থেকে ভুয়া হিজড়া আটক ৪ বৃহৎ জনস্বার্থে চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফেনীতে মাদ্রাসা বোর্ড প্রধানের সাথে মাদ্রাসা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনাগাজী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে : প্রধান উপদেষ্টা সূফীকথা’র ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি

ঢাকা সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার ঢাকাঃ
ঢাকা সাভারে বাসের ধাক্কায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার ঢাকা সাভারের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ওই বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করতে হবে; সাভারে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা; প্রত্যয়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া; বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করা; যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং সাভারে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দেওয়া।
সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, গত শনিবার সকালে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রত্যয় সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ওই দিন দুপুর ১২টার দিকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রত্যয় সরকার।
প্রত্যয় সরকার নিহত হওয়ার ঘটনার ৬ দফা দাবিতে আজ দুপুর ১২টার দিকে সাভারের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করায় এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা। বেলা তিনটার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিয়ে দাবির বিষয়ে আগামী রোববার আলোচনা করে সমাধান করার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে গতকাল রোববার প্রত্যয়ের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে একই এলাকায় মহাসড়কের এক পাশে মানববন্ধন করেছিলেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে পুলিশ শিক্ষার্থীদের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দিয়েছিলেন।

সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী কানিজ রুকাইয়া বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ছোট ভাইকে যে বাসচালক ও তাঁর সহকারী হত্যা করেছেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। প্রত্যয়ের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া আরও কিছু দাবি ছিল। ঠিকানা পরিবহনের মালিকপক্ষ গতকাল (রোববার) বলেছিল, দাবি পূরণ করা হবে। কিন্তু আজ সকাল ১০টার দিকে তারা জানিয়ে দেয়, দাবি পূরণ করবে না। তাই আমরা সড়ক অবরোধ করেছি।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, সিআরপির নার্সিং কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। বেলা ২টা ৪০ মিনিটের দিকে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ঢাকা সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার ঢাকাঃ
ঢাকা সাভারে বাসের ধাক্কায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার ঢাকা সাভারের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ওই বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করতে হবে; সাভারে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা; প্রত্যয়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া; বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করা; যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা এবং সাভারে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দেওয়া।
সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, গত শনিবার সকালে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রত্যয় সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ওই দিন দুপুর ১২টার দিকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রত্যয় সরকার।
প্রত্যয় সরকার নিহত হওয়ার ঘটনার ৬ দফা দাবিতে আজ দুপুর ১২টার দিকে সাভারের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করায় এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা। বেলা তিনটার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিয়ে দাবির বিষয়ে আগামী রোববার আলোচনা করে সমাধান করার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে গতকাল রোববার প্রত্যয়ের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে একই এলাকায় মহাসড়কের এক পাশে মানববন্ধন করেছিলেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে পুলিশ শিক্ষার্থীদের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দিয়েছিলেন।

সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী কানিজ রুকাইয়া বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ছোট ভাইকে যে বাসচালক ও তাঁর সহকারী হত্যা করেছেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। প্রত্যয়ের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া আরও কিছু দাবি ছিল। ঠিকানা পরিবহনের মালিকপক্ষ গতকাল (রোববার) বলেছিল, দাবি পূরণ করা হবে। কিন্তু আজ সকাল ১০টার দিকে তারা জানিয়ে দেয়, দাবি পূরণ করবে না। তাই আমরা সড়ক অবরোধ করেছি।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, সিআরপির নার্সিং কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে বেশ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। বেলা ২টা ৪০ মিনিটের দিকে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।