রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার ঢাকা:-
ঢাকা সাভারে অজ্ঞাত পরিচয়ের তরুণীর (২১) মাথা ও হাত বিচ্ছিন্ন চার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তার বিচ্ছিন্ন হাত এবং মাথা একটি বস্তার ভেতর পাওয়া যায়। তবে কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।এছাড়া ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.