ঢাকা মহানগর উত্তর অন্তগত তেজগাঁও শিল্পাঞ্চল থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটি র পরিচিতি সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ০৮:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর অন্তগত তেজগাঁও শিল্পাঞ্চল থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক কমিটি র পরিচিতি সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,।
প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)
সভাপতি কেন্দ্রীয় কমিটি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইকরামুল হাসান
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)
সভাপতি ঢাকা মহানগর উত্তর কমিটি,
প্রদান উদ্ধোধক হিসাবে ছিলেন
শাওন আশ্রাফ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)
সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি,
প্রদান আলোচক হিসাবে ছিলেন
মোঃ শাহ জালাল
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)
সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর কমিটি
আরো অতিথি বৃন্দ
আব্দুল কাদের
সভাপতি শ্রমিক দল নাবিস্কো ইউনিট ও সদস্য মহানগর উত্তর কমিটি,
ওসমানগনি
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তেজগাঁও থানা মহানগর উত্তর,
নাফি আহমেদ
যুগ্ম আহবায়ক বনানী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর,
আহবায়ক কমিটি নেএী বৃন্দ সহ আরো অনেকে,
উক্ত পরিচিতি সভার দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া র জন্য দোয়া করা হয়েছে মোনাজাত পরিচালনা করেন নাবিস্কো জামে মসজিদের ঈমাম সাহেব।
এর পর পরিচিতি সভাপতিত্ব করিয়াছেন হুমায়ুন কবির,
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইয়াছিন খন্দকার,
এবং ২৫ সদস্য হুমায়ুন কবির কে আহবায়ক ও ইয়াছিন খন্দকার কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করেন
জনাব ইকরামুল হাসান
সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) মহানগর উত্তর কমিটি।
এর সময় নতুন আহবায়ক কমিটির সদস্য বৃন্দ কেন্দ্রীয় কমিটি র নেএী বৃন্দ ও ঢাকা মহানগর উত্তর কমিটি র নেএী বৃন্দদের কে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
উক্ত পরিচিতি সভা ও দোয়া মাহফিলে সিনিয়র নেএী বৃন্দ নতুনদের উদ্দেশ্যে বলেন মহান স্বাধীনতা পক্ষের দল,
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি সব সময় জাতীর ক্লান্তি লগ্নে সাধারণ মানুষের আশ্রয়ের যায়গা ছিলো এবং আছে।
তাই সকল ভেদাভেদ ভুলে জাতির দূঃসময় জনাব তারেক রহমান এর হাত কে আরো শক্তি শালি করার জন্য ঐক্য বদ্ধ হওয়ার শপথ গ্রহণ করি।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মুসলমান
হয়ে জোট ধানের শীষে দিবো ভোট,
মহান মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে জোট
ধানের শীষ মার্কা দিবো ভোট।
সবার আগে বাংলাদেশ
স্বাধীনতা বিরোধীদের দিন শেষ,
প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ
আমার মা আমার দেশ
তারেক রহমান এর নির্দেশ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ
বেগম খালেদা জিয়া জিন্দাবাদ
তারেক রহমান জিন্দাবাদ
ধানের শীষ মার্কা জিন্দাবাদ।






















