ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংকটে মেধাবী শিক্ষার্থী, পাশে দাঁড়াল মনিরামপুর উপজেলা প্রশাসন

- আপডেট সময় : ০৩:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
অদম্য ইচ্ছাশক্তি, অটুট অধ্যবসায় আর প্রতিভার স্বাক্ষর রেখেও উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারছিল না মেধাবী ছাত্রটি। যশোর জেলার মনিরামপুর উপজেলার ৬ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের সেই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।
এই মানবিক সংকটের খবর জানতে পেরে ছাত্রটির পাশে দাঁড়িয়েছে মনিরামপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না এবং সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রটির ভর্তি ও প্রাথমিক পড়াশোনার জন্য এককালীন ২৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তা হস্তান্তর করা হয়। এ সময় ইউএনও নিশাত তামান্না বলেন, “মেধা কখনোই পিছিয়ে থাকবে না, আর্থিক অভাব তার পথে বাধা হতে পারবে না—এই বিশ্বাস থেকেই আমরা পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ। এই শিক্ষার্থী একদিন দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গোবিন্দপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এই ছাত্রটি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা সত্ত্বেও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। তার এই প্রয়াস ও প্রশাসনের সহযোগিতা যেন ভবিষ্যতের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে—এমনটাই প্রত্যাশা সকলের।