স্টাফ রিপোর্টার:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ফোন চুরির ঘটনা নিয়ে গত কিছুদিন আগে ভোরের বাংলা নিউজ থেকে একটা খবর প্রকাশিত হয় । তার ঠিক আট দিনের মাথায় একই হলে আবারও তিনটি ফোন চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ মার্চ) হলের কক্ষ নং ৫-ক থেকে দুইটি এবং কক্ষ নং E-৪ থেকে একটি ফোন চুরি হয়ে যায়।
E-৪ কক্ষের ভূক্তভোগী শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের জাহিদুল ইসলামের রুমমেট হাসিবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, সাহরির পর ফোনে এলার্ম দিয়ে ঘুমাচ্ছিলেন তারা। অতঃপর সাড়ে নয়টার দিকে ঘুম ভাঙার পর জাহিদুল দেখতে পান তার মাথার কাছে থাকা ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও যখন না পাওয়া গেলো, তখন তারা নিশ্চিত হলেন যে, ফোনটি চুরি হয়ে গিয়েছে।
একইদিনে কাছাকাছি সময়ে হলের কক্ষ নং ৫-ক থেকে আরও দুইটি ফোন চুরি হয়েছে।
সম্প্রতি রোজার মাস কেন্দ্র করে ফোন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। চোরকে শনাক্ত না করা যাওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন তারা।
এ ব্যাপারে হলের দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী শেখ তাওহিদ ভোরের বাংলাকে বলেন, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে দিন পার করছি। কখন কার ফোন চুরি হয়ে যায়- এই শংকাই যেন কাটছে না। কারণ যে ফোনগুলো চুরির খবর শুনতে পাচ্ছি, সবগুলো রুম থেকেই চুরি হয়ে যাচ্ছে। হলের প্রতি তলার করিডোরগুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপন এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.