সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে ট্রাকচালক গ্রেফতার, দেওয়ানগঞ্জ মডেল থানার চাঞ্চল্যকর সফলতা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ,জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলার সানান্দবাড়ির প্রাণপ্রিয় সন্তান, সবার শ্রদ্ধাভাজন মোঃ রাশেদ আকন্দ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। মর্মান্তিক এ ঘটনায় যে ট্রাকটি তাকে চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল, সেই ট্রাকচালককে অবশেষে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
রাশেদ আকন্দের অকাল মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে। অবশেষে ট্রাকচালকের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
রাশেদ আকন্দ ছিলেন একজন মানবিক, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ মানুষ। তার এই করুণ পরিণতিতে সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।