ঢাকা তেজগাঁও কোনেপাড়া অবস্থিত আরাধনা রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষ অযুক্তি ভাবে সাংবাদিক ও পুলিশের উপর নির্যাতন করেছে

- আপডেট সময় : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

রিযাজ মিয়া রুপগঞ্জ নারায়নগঞ্জ
আজকে দুপুর ০২ ঘটিকায তেজগাঁও, আরাধনা রিহ্যাবে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা। সাংবাদিক রিয়াজ মিয়া জানিয়েছেন, গত ২ দিন পূর্বে একজন কে ঐ রিহ্যাবে রেখে আসেন,এখন তার পরিবারের সদস্য ঐ ব্যক্তি কে নিয়ে আসতে গেলেই উক্ত ঘটনার সূত্রপাত ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে, আরাধনা রিহ্যাবের কর্মকর্তাগণ, পরিকল্পিত ভাবে, সাংবাদিক ও পুলিশের উপর চরাও হয়ে, অশ্লীল শব্দোচ্চারণে উচ্চ গলায় গায়ের জোর গালাগালি করে, এমন কি ঐ ব্যক্তিকে সহ তার স্বজন দের মারপিট করার জন্য প্রস্তুতি নেয়। বর্তমানে তারা সবাই আরাধনা রিহ্যাবে বয়ে আছেন। তাছাড়া রিহ্যাব আরাধনা কর্মকর্তাগণ, রিতিমত প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং বয় দেখায় যে তাদের কে রিহ্যাব সেন্টার এর ভিতরে ভরে রাখবে। এ বিষয়ে তেজগাঁও থানায়, জরুরি ভিত্তিতে আরাধনা রিহ্যাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হোক। আমাদের কে রক্ষা করার জন্য স্হানীয় তেজগাঁও থানার প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি ।