ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নীলফামারি স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা।
নিজস্ব প্রতিনিধি :ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) অধ্যয়নরত নীলফামারি জেলার শিক্ষার্থীদের সংগঠন “নীলফামারি স্টুডেন্ট এসোসিয়েশন, DIU” এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিয়াদ শরিফ সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম আল নায়েম সুলতান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন:
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ:
সহ-সভাপতি: জুবেরিয়া ইসলাম প্রমি, তালহা ইবনা তামজিদ কাব্বো,সাজ্জাদ শেখ,আশেয়া সিদ্দিকা নূরী
যুগ্ম সাধারণ সম্পাদক: মো: ইমরুল হক সিয়াম
সাংগঠনিক সম্পাদক: মো: সামীম খান
কোষাধ্যক্ষ: মো: শাহরিয়ার নাজিম দিপ্ত
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
দপ্তর সম্পাদক : মো: আলিফ রাব্বি
শিক্ষা ও গবেষণা সম্পাদক:
সাংস্কৃতিক সম্পাদক: নওশাবা হানিফ অর্পি
ক্রীড়া সম্পাদক: অভি রায়
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং সংগঠনের সাবেক নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি সিয়াদ শরিফ সৌরভ বলেন, “আমরা নীলফামারির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করবো।”
সাধারণ সম্পাদক এসএম আল নায়েম সুলতান বলেন, “এই সংগঠনটি নীলফামারির শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো।”
নতুন কমিটির ঘোষণার পর উপস্থিত শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির প্রতি সমর্থন জানান। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গেছে।
সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম:
নীলফামারি জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান, নবীন শিক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সংগঠনটির মূল লক্ষ্য।
কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরপরই সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে কাজ শুরু করেছেন। সংগঠনের নেতারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।