ডেল্টা প্ল্যানের আওতায় নোবিপ্রবিকে অন্তর্ভুক্তির দাবি উপাচার্যের

- আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি:
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সৌজন্য সাক্ষাত করেছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে নোবিপ্রবিকে উপাচার্য নোবিপ্রবিকে ডেল্টা প্ল্যানের আওতায় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ ডেল্টা প্ল্যান মূলত ডাচ (নেদারল্যান্ডস) অভিজ্ঞতা ও কারিগরি সহায়তার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। ডেল্টা ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে পরিচিত, এবং বাংলাদেশের কোস্টাল জোন উন্নয়ন ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের প্রযুক্তিগত অবদান রয়েছে।
সাক্ষাতকালে উভয়ে উচ্চশিক্ষা, গবেষণা এবং নেদারল্যান্ডস-বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় নোবিপ্রবি উপাচার্য বলেন, “বাংলাদেশে ডেল্টা প্ল্যানের ছয়টি হটস্পটের মধ্যে অন্যতম হটস্পট হলো কোস্টাল জোন। নোবিপ্রবি সেই কোস্টাল জোনে অবস্থিত। নেদারল্যান্ডসের পক্ষ থেকে যদি ডেল্টা প্ল্যানের আওতায় কোনো গবেষণা বা উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়, তবে নোবিপ্রবিকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।”
রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ নোবিপ্রবি এবং নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেকোনো ধরনের একাডেমিক সহযোগিতা ও যৌথ গবেষণায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোহিনুজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মু. আরিফুর রহমান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একাডেমিক সভায় অংশগ্রহণের জন্য নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বর্তমানে নেদারল্যান্ডস সফরে রয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়িত Erasmus+ KA171 Higher Education Staff Teaching Mobility Programme-এর আওতায় (১৯ জুলাই–২৬ জুলাই) এ সফরে অংশ নিচ্ছেন।