ডেমরায় ঝুলন্ত অবস্থায় যুবলীগ নেতা ভুট্টো’র ছোট ভাই ফখরুলের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার:
সোনাগাজীর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর ছোট ভাই; ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকার একটি বাসা থেকে ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর ছোট ভাই।
পুলিশ জানায়, রবিবার সকালে ডেমরার একটি বাসা থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ফখরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম গত কয়েক দিন ধরে ডেমরা এলাকায় অবস্থান করছিলেন। পরিবারের দাবি, তার মৃত্যুর ঘটনায় রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
ডেমরা থানার কর্মকর্তা-in-charge (ওসি) জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ভাইয়ের মৃত্যুতে শোকাহত নুরুল ইসলাম ভুট্টো বলেন, “এভাবে আমার ছোট ভাই আমাদের ছেড়ে চলে যাবে—এটা কল্পনাও করতে পারছি না। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”
ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ বলছে, ফখরুল ইসলামের মৃত্যুর সঙ্গে কেউ জড়িত আছে কিনা বা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে কিনা, সব দিকই তদন্ত করা হচ্ছে।



















