মো: রাসেল হোসেন, মিডিয়া রিপোর্টার, ঝিনাইদহ৷
ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার যে বাসায় খুন হয়েছে সেই বাসার সেপটিক ট্যাংক থেকে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি টিম। সেই মাংসের টুকরো এমপি আনারের কি না সেটা পরীক্ষার জন্য ডিএনএ টেস্ট করাতে কলকাতা যাবেন তার ছোটকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে মধুগঞ্জ বাজারের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে ডরিন এ কথা বলেন।
ডরিন বলেন, গণমাধ্যমে কলকাতার নিউটাউনে সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধারের খবর জেনে আমি মঙ্গলবার রাতে বাংলাদেশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে ফোন ও ম্যাসেজ করি। পরে তিনি ফোন দিয়ে বিস্তারিত জানান।
কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তার চাচা যাবেন। বুধবার (২৯ মে) তারা ঢাকাতে যাবেন, আজ রাতে বা আগামীকাল বৃহস্পতিবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারে বলে জানিয়েছেন৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.