গোলাম রববানী,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ডাঙ্গীপাড়া মাদ্রাসাতুল হামদ আল ইসলামিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিপুর এর আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতা কৃষিবিদ মো. সিকান্দার আলী, সাবেক অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর, উপজেলা কৃষি অফিসার মো. রুবেল হোসেন, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব চৌধুরী, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মানস কুমার রায়,কৃষি সম্প্রসারণ অফিসার মো.মশিউর রহমান, মোসলেম উদ্দিন সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. সৈয়দুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মাজেদুর রহমান সাজুসহ মাদ্রাসার পরিচালনার অন্যান্য অভিভাবকগণ।
মাদ্রাসার সভাপতি মহোদয় মাদ্রাসা ও এলাকার সমস্যা গুলো তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানদ্বয়ের নিকট বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি মাদ্রাসার মাঠ ঘুরে ঘুরে দেখেন ছাত্রদের কথা মনোযোগ সহকারে শ্রবন করেন ও এলাকার সমস্যা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.