একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলেন- বর্মতোলা গ্রামের দবিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৪৯) ও রবিউল ইসলাম (৪৪)।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দিনভর ভুট্টা ভাঙার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ পলিথিন দিয়ে ঠিক করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
পরিবারের স্বজনরা জানান, রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ঘরে বৈদ্যুতিক ফ্যান মেরামত করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। মারা যাওয়া দুই ভাইয়ের সাত সন্তান থাকলেও সবাই নাবালক।
ভানোর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন জানান, পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছেন। দুই ভাই ঢাকায় চাকরি করেন এবং দুই ভাই এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। মারা যাওয়া দুই ভাইয়ের সাত সন্তান থাকলেও সবাই নাবালক। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তাই সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.