দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছে যারা।
এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অরুনাংশ দত্ত টিটো (আনারস) উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল) উপজেলা আওয়ামী লীগের সব- সভাপতি মোঃ রওশনুল হক তুষার ( ঘোড়া) ও সাবেক ছাত্র নেতা মোঃ কামরুল হাসান খোকন ( কাপ- পিরিস) মার্কায় প্রতীকে মোট চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে।
[caption id="attachment_9879" align="aligncenter" width="300"] ভাইস চেয়ারম্যান[/caption]
পুরুষ ভাইস- চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ (টিউবওয়েল) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (উড়োজাহাজ) ও মোঃ জাহাঙ্গীর আলম ( চশমা) প্রতীকে মোট তিন জন ও মহিলা ভাইস -চেয়ারম্যান পদে প্রিয়া আগরওয়াল (ফুটবল) ও মাসহুরা বেগম হুরা ( কলস) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে।
এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের মোঃ মোশারুল ইসলাম সরকার ১লক্ষ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
[caption id="attachment_9880" align="aligncenter" width="298"] মহিলা ভাইস চেয়ারম্যান[/caption]
পুরুষ ভাইস- চেয়ারম্যান পদে মোঃ আব্দুর রশিদ টিউবওয়েল প্রতিকে ১লক্ষ ৫ হাজার ৫০৪ পেয়ে ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মাসহুরা বেগম হুরা কলস প্রতীকে ১লক্ষ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচন হয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে মোট ভোটার ৪লক্ষ ৮৭হাজার ১৮৭ জন। কেন্দ্র ১৮৫ট প্রাপ্ত ভোট ২লক্ষ ২১হাজার ৭৭৯টি। বৈধ ভোট ২লক্ষ ১৫হাজার ৯৩৯টি যার শতকরা ৪৫.৫২%।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.