ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে ৯৯ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার আটক ২

- আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকার অনুপ রায়ের মিলের গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে অনুপ রায়ের ‘রায়ের হাসকিং’ মিলের গুদাম থেকে
৩০ কেজি ওজনের প্রায় ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করি।
এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরোও জানান। জব্দকৃত চাল গুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। এই চাল গুলো আগামীকাল বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও দুস্থদের বিতারণ করা হবে।