একে আজাদ , ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দেশ সেরা অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার পরিবারের নতুন বাড়ীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রাঙ্গাটুঙ্গী গ্রামের অনূর্ধ্ব-১৯ নারী সাফ জয়ী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার পরিবার অন্যের জমিতে জরাজীর্ণভাবে বাড়ি বানিয়ে বসবাস করছেন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি রানীশংকৈল উপজেলা প্রশাসনের নজরে আসলে
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে দেশসেরা ফুটবলার সাগরিকার পরিবারের জন্য তৈরি করা হচ্ছে নতুন দুই রুম বিশিষ্ট একটি আধাপাকা টিন সেটের বাড়ী।
রোববার (১৭মার্চ) দুপুরে সাগরিকার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক মো. তাজুল ইসলাম, জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও রিয়াজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি প্রমুখ।
এদিকে নতুন ঘরের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর খুশিতে কেঁদে ফেলেন সাগিরকার বাবা চা বিক্রতা লিটন আলী ও তার মা আনজু আরা বেগম। তারা বলেন, তার মেয়ের কারণেই আজ তারা নতুন বাড়ী পাচ্ছেন। জানা গেছে, সাগরিকার বাবার চায়ের দোকানের আয়ে চলে তাদের সংসার।
দেশেরা ফুটবলার সাগরিকার পাশে উপজেলা পরিষদ ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী তারা বলেন সাগরিকারা অত্যন্ত গরিব। এতদিন সাগরিকা জরাজীর্ণ বাড়িতে বসবাস করছিল।তাঁরা খুব কষ্ট করে অন্যের জমিতে কোনো রকমে বাড়ি বানিয়ে বসবাস করছিল। সাগরিকার জন্য আজ আমাদের গ্রাম রাঙ্গাটুঙ্গি সারা দেশে পরিচিতি পেয়েছে। সাগরিকা আমাদের অহংকার, আমাদের গর্ব, দেশের সম্পদ। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে সাগরিকার মতো অনেকে ভালো খেলোয়াড় হওয়ার উৎসাহ পাবেন বলে মনে করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.