ঠাকুরগাঁওয়ে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

- আপডেট সময় : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:-
পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি মঙ্গলবার (৪ জুন) বিকেলে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান। জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার যাদুরানি পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান মুঠোফোন বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে, অতিরিক্ত টোল আদায়ের দায়ে যাদুরানি হাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের কার্যক্রম