ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৮:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনিহাড়ী (তালতলী) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ টি পরিবারের ১৩টি ঘর ও কাপড়, টাকা, জমিরকাগজসহ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম।
বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং একই দিনে বিকেলে সেনিহাড়ী তালতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন’র নির্দেশনায় প্রীতম কুমার সেনের নেতৃত্বে, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাউল, শাড়ি, লুঙ্গি, থ্রি পিছ, শুকনা খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়।এর আগে ২০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন ত্রাণ সামগ্রী হিসেবে কম্বল ও শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় প্রীতম কুমার সেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মহোদয়ের নির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও আশা করেন শিগগিরই সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী প্রদান করবেন।